LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ সোমবার| ২৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

ভূয়া ডাক্তারের বয়স ২২, অভিজ্ঞতা ৫০ বছরের



বয়স ২২ বছর অথচ অভিজ্ঞতা ৫০ বছরের। ঢাকা কলেজের দর্শনের ছাত্র আব্দুল মালেক ভূঁইয়া রীতিমতো বনে গেছেন ডাক্তার। মিথ্যার আশ্রয় নিয়ে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। মালেকের মতো আরও কিছু ভূয়া ডাক্তার বেরিয়ে এসেছে অনুসন্ধানে। ডাক্তার না হয়েও সবার চোখের সামনেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ভূয়া ডাক্তাররা। পাইলসের সমস্যা নিয় ডাক্তারের কাছে গিয়েছিলেন এ ব্যক্তি। সাত হাজার টাকা দিয়ে চিকিৎসা শুরু। অপারেশনের পর ক্যান্সারে আক্রান্ত। ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, ৫টি ইঞ্জেকশন দেয়ার পরে দেখি আগের চেয়ে বেশি সমস্যা। এরপর হাসপাতালে গেলাম সেখানে বায়োপসি করালাম। ওই টেস্টে ক্যান্সার ধরা পড়লো। ভুক্তভোগী এ ব্যক্তির কাছেই পাওয়া গেলো এই ডাক্তারের কার্ড। সাতদিনে ঢাকা, কেরানীগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় রোগী দেখেন। অবশেষে খোঁজ মিললো ডাক্তার আব্দুল মালেক ভূঁইয়ার। রীতিমতো অপারেশনে ব্যস্ত তিনি। ক্যামেরার সামনে নিজেই স্বীকার করলেন সবকিছু। ভূয়া ডাক্তার আব্দুল মালেক ভূঁইয়া বলেন, যেহেতু আব্বার কাছ থেকে শেখেছি, অবৈধ হলেও এটি তো কবিরাজি চিকিৎসা। অনার্সে লেখাপড়া করিতেছি, ডিপ্লোমাতে ভর্তি হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে গত দেড় বছর ধরে ভর্তি হতে পারছি না। এই মালেকের মতো আরও একজন মা ও শিশু বিশেষজ্ঞের খোঁজ মিললো। রাষ্ট্রবিজ্ঞানে পড়ে ডাক্তার বনে গেছেন মমিনুল। তার বিরুদ্ধে খুনের অভিযোগই এনেছেন এক ভুক্তভোগী। সামান্য অসুস্থ হলে স্ত্রীকে নিয়ে যান ডাক্তারের চেম্বারে। ব্যবস্থাপত্রে লেখা ওষুধ খেয়েই সকালে মারা যান তার স্ত্রী। ভুক্তভোগী মো. মনির হোসেন বলেন, অবশ্যই বিচার চাই। শুধু আমার স্ত্রী নয় তিনদিন পর তারই চিকিৎসায় আরেকজন মারা গেছেন। মামলা করতে গেলে মামলা নেয়নি থানা। মনির হোসেন বলেন, আমি মতিঝিল থানায় গেলাম, ডিউটি অফিসার আমার জিডি পর্যন্ত রাখেনি। দুর্ব্যবহার করে আমাকে বের করে দিয়েছে, সেই সঙ্গে হুমকি-ধামকিও দিয়েছে তারা। ফকিরাপুলের চেম্বারে পাওয়া গেলো ডাক্তার মোহাম্মদ মমিনুল ইসলামকে। কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারলেন না তিনি। ভুয়া ডাক্তার মমিনুল ইসলাম বলেন, মিরপুরের শিশু হাসপাতালে আমরা তিন মাসের ট্রেনিং করেছি। আরেক ভূয়া ডাক্তারের খোঁজ মিললো এই ফকিরাপুলেই। তিনি মোহাম্মদ আল মামুন। বাবা ছিলেন হাতুরে ডাক্তার। তাই উত্তরাধিকারসূত্রে তিনিও ডাক্তার। বিএমএ মহাসচিব জানালেন, এরকম প্রতারণার বিরুদ্ধে সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন। স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সলান বলেন, ‘যে লোকটা বছরের পর বছর হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিচ্ছে, মৃত্যুর কারণ হচ্ছে- সেই সমস্ত মানুষকে কেন আমরা লঘু দণ্ড দিয়ে তাদেরকে আবার কাজ করার সুযোগ দিব বা উৎসাহিত করবো। আমি মনে করি, এই জায়গাটায় সরকারের খুব ভালোভাবে বিবেচনা করা উচিত।’


1